কালিগঞ্জ প্রতিনিধি\ বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম, আশিকুর রহমান আশিকের দিকনির্দেশনায় ও উপজেলা ছাত্রলীগের পক্ষে গতকাল বেলা সাড়ে ১১টায় উপজেলার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কর্মসূচি উদ্বোধন হয়। মথুরেশপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রেজওয়ান ইভান রনির সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালিগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রওশন আলী বিশ্বাস, ইউনিয়ন ছাত্রলীগ নেতা বিপ্লব ভাইয়া, শাহিন, সুমন সাহা, মুকুল বাবু, রবিউল ইসলাম, মারুফ হোসেন, মোস্তাফিজুর রহমান, জোবায়ের, সামিউলাহ, শেখ শাহিনূর ইসলাম প্রমুখ। ইউনিয়ন ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে নেতাকর্মীরা ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজ, শিমু-রেজা এমপি কলেজসহ মথুরেশপুর, কুশুলিয়া, মৌতলা, ধলবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৯২টি ফলজ ও বনজ বৃক্ষরোপণ করেন।