কুশোডাঙ্গা কলারোয়া প্রতিনিধি \ কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের কাশিয়াডাঙ্গায় প্রতি দিন চলছে জুয়ার জমজমাট আসর। দেয়াড়া ইউনিয়নের কাশিয়া ডাঙ্গার জেলে পাড়ায় দীর্ঘদিন ধরে চলছে জুয়ার আসর। কার্ড, বোর্ডসহ বিভিন্ন আসরের মাধ্যমে লক্ষ লক্ষ টাকার লেমদেন হচ্ছে এ আসরে। প্রভাবশালীদের ছত্রছায়ায় থাকা একটি মহল অনৈতিকভাবে জুয়া বোর্ড পরিচালনা করছে এলাকার একটি শক্তিশালী সিন্ডিকেট। জুয়াড়িরা খেলায় প্রতিদিন হাত বদল হচ্ছে লাখ লাখ টাকা। অভিযোগ রয়েছে, উপর মহলকে ম্যানেজ করেই চালাচ্ছে এ অনৈতিক কর্মকাণ্ড। স্থানীয় সূত্র জানায়, বিগত কয়েক দিন যাবত এলাকার উঠতি যুবক, আলোচিত জুয়াড়িরা এখানে হুমড়ি খেয়ে পড়ছে। দুর-দূরান্ত থেকে আসা জুয়াড়িরা এখানে লাখ লাখ টাকার হাত বদল করছে এবং প্রতিদিন এ চক্রের ফাঁদে পড়ে অনেকেই টাকা খুইয়ে হচ্ছেন নিঃস্ব। একটি মহলের ছত্রছায়ায় থাকা একটি সংঘবদ্ধ চক্র মিলে সকাল থেকে রাত পর্যন্ত চালাচ্ছে নিষিদ্ধ জুয়ার আসর। এ জুয়াকে কেন্দ্র করে স্পটে নেশা গ্রহণও চলে সমান তালে। এতে জুয়ায় পড়ে অনেকে পথে বসেছেন। চলমান জুয়া আসর নিয়ে এ অঞ্চলের অভিভাবক ও তাদের পরিবার উদ্ধিগ্ন হয়ে পড়েছেন। জুয়ারি সম্রাট হিসেবে এখানে রয়েছেন কাশিয়াডাঙ্গার রেজাউল, ঝিগরগাছা উপজেলার মাঠশিয়ার আনিচুর রহমান, কয়েকটি মহলকে ম্যানেজ করে অসাধু চক্রটি দীর্ঘদিন জুয়ার কারবার চালিয়ে যাওয়ায় এলাকার সাধারণ ব্যবসায়ী ও উঠতি বয়সের যুবকদের মধ্যে নানা প্রতিকুল প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিভিন্ন সময়ে জুয়া আসর চালানোর কারণে অনেক পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে এমন তথ্যও মিলছে। এলাকার সচেতন জনগণ এ ব্যাপারে তাদের উদ্বেগ ও আশংকা কথা জানিয়ে প্রশাসনের সর্বোচ্চ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।