নগরঘাটা প্রতিনিধি ঃ তালা উপজেলার নগরঘাটা গাবতলা গ্রামে কীটনাশক পান করে দুই সন্তানের জননী মৌসুমি (৪৫) নামের এক গৃহবধু আত্মহত্যা ঘটনা ঘটেছে। গতকাল দুপুরে এঘটনা ঘটে। সে গাবতলা গ্রামের ডাব ব্যবসায়ী রুস্তম আলির স্ত্রী। খবর পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকাবাসী সূত্র জানাগেছে, পারিবারিক কলহের জেরে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে। তার স্বামী রুস্তম আলির আয়-উপার্জনের টাকা জুয়া খেলে নষ্ট করে। এ কারণে সংসারে অভাব-অনটন লেগে থাকে। এসব বিষয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রী মৌসুমি কীটনাশক পান করে আত্মহত্যা করে। বিষয়ে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ কাঞ্চণ কুমার রায় বলেন, লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সে পর্যন্ত তার স্বামী রুস্তম আলি পলাতক আছে।