পদ্মপুকুর শ্যামনগর প্রতিনিধিঃ শ্যামনগর উপজেলা পদ্মপুকুর ইউনিয়নে চন্ডিপুরের জরুরী চলাচলের রাস্তার বেহাল দশা দীর্ঘ ১ মাস বর্ষার পানিতে ডুবে আছে এ যেন দেখার কেউ নাই।ভারী বর্ষার মৌসুমে রাস্তা তলিয়ে গেছে বর্ষার পানি চলার জন্য কোন ব্যবস্থা না থাকাই রাস্তাঘাট নষ্ট হচ্ছে। ইউনিয়নে জনপ্রতিনিধি আসে আর যায় আর প্রতিশ্রুতি দেয় কিন্তু এ রাস্তাটি সংস্কার করার কোন পরিকল্পনা করে না।এখানে প্রায় ২০০ টি পরিবার বসবাস করে।যার সর্বদিক দিয়ে প্রতিবেশী গ্রাম খুটিকাটা, চন্ডিপুর, বাইনতলা, সোনাখালী উপরে নির্ভরশীল সম্পর্কযুক্ত। প্রাইমারি স্কুল সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং হাট-বাজারে যেতে এ রাস্তাটি ব্যবহার হয়। এই রাস্তাটি সংস্কার না হলে এ গ্রামে মানুষের শিক্ষা দীক্ষা থেকে পিছিয়ে পড়ছে। আইলার বিধ্বস্ত রাস্তাঘাটের প্রতি দায়িত্বশীলদের সুনজর না দেয়ার ফল। বিশেষ ভাবে চন্ডিপুর থেকে সামান্য নিত্যপ্রয়োজনীয় নৈামত্তিক সামগ্রীর জন্য তাদের অত্র ইউনিয়নের বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য এই রাস্তা দিয়ে যেতে হয়। আর ভোগান্তি তখনই হয় যখন সামান্য বৃষ্টি বা নদী ভাঙ্গনে প্লাবিত হলেই গ্রামটি বিচ্ছিন্ন হয়ে পড়ে। যাতায়াতের একমাত্র মাধ্যম এ রাস্তাটি একেবারেই চলাচলের অনুপযোগীতে পরিণত হয়েছে। গ্রামের বৃদ্ধরা ভালোভাবে রাস্তা দিয়ে চলতে পারবে।এলাকাবাসী ভাবে জরুরী ভিত্তিতে এ রাস্তাটি মেরামতের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে জোর দাবী জানিয়েছে।