আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলার বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির। বৃহস্পতিবার সকাল থেকে তিনি আশাশুনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, ভূমি অফিসারের কার্যালয় ও সর্বশেষ মানিকখালি আশ্রয়ন প্রকল্প (তৃতীয় পর্যায়) এর জায়গা নির্ধারণের জন্য জায়গা পরিদর্শন করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ানুর রহমান, নবাগত অতিরিক্ত সহকারী কমিশনার (ভূমি) মোঃ রুহুল কুদ্দুস, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী, উপজেলা ইঞ্জিঃ আক্তার হোসেন, পিআইও মোঃ সোহাগ খান, সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। এছাড়া তিনি উপজেলা সদর ইউনিয়ন পরিষদে গিয়ে সার্বিক খোঁজখবর নেন। বিভিন্ন প্রকল্প পরিদর্শন কালে তিনি বলেন, প্রতিটি সেক্টরে উন্নয়নে সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক মহলসহ সবারকে দায়িত্বশীল হতে হবে। মাদক,ৎবাল্য বিয়েসহ অপরাধমূলক কর্মকান্ড রোধ করতে সবাইকে সোচ্চার হতে হবে। প্রত্যেকটি উন্নয়নমূলক কর্মকাণ্ডের জবাবদিহিতা নিশ্চিত করে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ সংর্শ্লিষ্ট সকলকে আহ্বান জানান।