এফএনএস: বঙ্গোপসাগরে ঝড়ে ট্রলার ডুবে নিখোঁজের পঞ্চম দিনের অভিযানে আরও এক জেলের লাশ উদ্ধার হয়েছে। পূর্ব বনবিভাগের দুবলা জেলে পলী টহল ফাঁড়ির কর্মকর্তা প্রহ্লাদ চন্দ্র রায় এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে নিখোঁজ ১৪ জেলের মধ্যে সাত জনের লাশ উদ্ধার হলো। তিনি বলেন, গতকাল বুধবার দুপুরে গভীর সাগরের কালির চর এলাকা থেকে আরও এক জেলের লাশ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এ জেলের নাম মফিজুল শেখ। তার বাড়ি মোংলার সোনাইলতলা ইউনিয়নের বকুলতলা গ্রামে। তিনি আরও বলেন, এর আগে শনিবার দুই জন, সোমবার দুই জন ও গত মঙ্গলবার দুই জনের লাশ উদ্ধার হয়। বুধবারের একজনসহ মোট সাত জনের লাশ উদ্ধার হয়েছে। তবে এখনও নিঁখোজ রয়েছেন সাত জেলে। গত শুক্রবার রাতে আকস্মিক ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে ১৯টি ট্রলার ডুবে ১৪ জেলে নিঁখোজ হন।