মথুরেশপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জের মথুরেশপুরে সমাজ সংস্কারক কাজ করছেন মোঃ নুর ইসলাম গাজী (৭৩)। দীর্ঘদিন ধরে নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সেবায়। তিনি উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের মৃত হোসেন আলী গাজীর ছেলে। স্হানীয় এলাকার আবুল হোসেন, আশরাফুল ইসলাম, ইয়াছিন আলী, আব্দুল মালেক সহ অনেকেই জানান, কয়েক যুগ আগে প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন বসন্তপুর সোনালী ক্লাবের উপদেষ্টা নুর ইসলাম গাজী একজন শিক্ষিত, বিনয়ী ও মার্জিত স্বভাবের ব্যক্তি। তিনি সামাজিক উন্নয়ন, সমাজ সংস্কারক ও পরিবর্তনে মাধ্যমে এলাকার মানুষের কাছে তিনি অত্যন্ত আস্থাভাজন। ক্ষুদ্র ব্যবসায়ী হয়েও এলাকার বঞ্চিত, অবহেলিত, শোষিত মানুষের সঙ্গে একাত্ম হয়ে কাজ করেন। রাস্তাঘাট সংস্কার, মসজিদ-মাদ্রাসা ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে ভূমিকা রয়েছে। যে কেউ সমস্যা নিয়ে তার পাশে গেলে সু-পরামর্শ দিয়ে থাকেন। সত্য ও ন্যায়ের বিষয়ে নিজেকে অবিচল রাখার কারণে নুর ইসলাম এলাকায় এখন যোগ্য সামাজিক বিচারক। গ্রাম্য সালিশে তার সুনাম অভাবনীয়। তার সম্পর্কে এলাকায় খোঁজ খবর নিয়ে এমনটি জানা গেছে। এ ব্যাপারে নুর ইসলাম গাজী বলেন, দীর্ঘদিন যাবৎ সমাজের সাধারণ মানুষের সাথে মিশে আছি। এজন্য সকলের দোয়া ও সমর্থন কামনা করেন তিনি।