বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার নূরনগর রামচন্দ্রপুর জামে মসজিদে পবিত্র আশুরা উপলক্ষে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১২ আগষ্ট শুক্রবার মাগরিব বাদ রামচন্দ্রপুর মসজিদ কমিটির আয়োজনে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, আলেম ওলামায়ে কেরামগণ, শিক্ষক, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অত্র এলাকার মুসলীবৃন্দের উপস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে পবিত্র আশুরার তাৎপর্য, আশুরার করণীয় শিক্ষা বিষয়ের উপরে কোরআন হাদিস থেকে ধর্মীয় আলোচনা করা হয়। উক্ত মাহফিলে রামচন্দ্রপুর জামে মসজিদের পেশ ইমাম সিনিয়ার শিক্ষক মাওঃ আব্দুল মজিদ এর সঞ্চালনায় কোরআন হাদিস থেকে প্রধান বক্তা হিসেবে মূল্যবান বক্তব্য পেশ করেন সাতক্ষীরা জেলা শাখার বাংলাদেশ মুফাসসির পরিষদের সেক্রেটারি মাওঃ মোফাজ্জল হোসেন হেলালী। বিশেষ বক্তা হিসেবে কোরআন হাদিস থেকে মূল্যবান বয়ান পেশ করেন সাতক্ষীরা জেলা জাতীয় মুফাসসির পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক মাওঃ খলিলুর রহমান আজাদী, রামজীবনপুর দাখিল মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মাস্টার আব্দুল হামিদ, মুফতি মিজানুর রহমান প্রমূখ। আলোচনা শেষে পবিত্র আশুরা উপলক্ষে দেশ-জাতি সহ সারা বিশ্বের মুসলিম মানব জাতির মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আলহাজ্ব নূর মোহাম্মদ গাজী, ডাঃ আলহাজ্ব শেখ আইয়ুব আলী, সাংবাদিক এস এম জাকির হোসেন, মোঃ রফিকুল ইসলাম, এস এম মনিরুল ইসলাম, আবুল গাজী, মনসুর আলী গাজী, মফজেল সরদার, আব্দুর রহমান, আক্তার আলি, সালাম গাজী, আতিয়ার সরদার, মকিম সরদার সহ অত্র মসজিদের মুসলির এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।