বুধবার, ০৮ মে ২০২৪, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে এলেও কয়েকদিন পর্যবেক্ষণে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিন আগ্রাসনে অস্ত্রদাতাদের দেশেই স্বাধীনতার আওয়াজ উঠেছে: সাদ্দাম ইসরাইলের ভূখন্ডে হামাসের রকেট হামলা: রাফায় ইসরাইলি তান্ডব শুরু সাতক্ষীরায় জমি জমা নিয়া বিরোধ বড় ভাই কর্তৃক ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ সাতক্ষীরায় কাঙ্খিত বৃষ্টিপাত দেকা দিয়েছে ঃ জনমনে স্বস্তি সাতক্ষীরায় এনএসআই অভিযানে জব্দ কেমিক্যাল মেশানো অপরিপক্ক ২০ টন আম বিনষ্ট কালিগঞ্জ ছাত্রলীগের উদ্যোগে ফিলিস্তিনিদের পক্ষে পথসভা কপিলমুনিতে জেলা পরিষদের রাস্তার জায়গা দখল করে বিক্রয় ঃ অতঃপর উদ্ধার পাইকগাছায় বিভিন্ন প্রতিষ্ঠান ও সড়কের পাশে মরা গাছ যেন মরণ ফাঁদ আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চার প্রার্থীর মধ্যে মাঠের লড়াই জমে উঠেছে

দক্ষিণ শ্রীপুর ৫ ও ৬ নং ওয়ার্ডের কাঁচা রাস্তার \ সৃষ্টি হচ্ছে জন দুর্ভোগ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৪ আগস্ট, ২০২২

শাহাদাত হোসেন দক্ষিন শ্রীপুর (কালিগঞ্জ) থেকে \ কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সোনাতলা ঈদগা মোড় হইতে মিস্ত্রিপাড়া সংযোগ মোড় পর্যন্ত এক কিলোমিটার কাঁচা রাস্তা ও সোনাতলা মোসলেম মাস্টারের বাড়ি থেকে উত্তর শ্রীপুর মক্রমের বাড়ি পর্যন্ত এক কিলোমিটার কাঁচা রাস্তা আবার ইহাছাড়া ৬ নং ওয়ার্ডের সোনাতলা ভোলার বাড়ী থেকে মিস্ত্রীপাড়া রাস্তার সংযোগ মোড় পর্যন্ত ২ কিলোমিটারের অধিক মাটির কাঁচা রাস্তা মোট এই ২ ওয়ার্ডের কাঁচা রাস্তাগুলো এখন জনদুর্ভোগের কারন হয়ে দাঁড়িয়েছে। মাটির কাঁচা রাস্তা দিয়ে চলাচল করতে সংশ্লিষ্ট ইউনিয়নের গ্রামের মানুষকে বছরের পর বছর ধরে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ইউনিয়নের ৫ ও ৬নং ওয়ার্ডের গুরুত্বপুর্ণ গ্রামীণ রাস্তাটিতে এই বর্ষায় একাধিক স্থানে পানি জমে বড় বড় গর্তে পরিণত হয়েছে। শুধু তাই নয় ট্রাক্টর সহ বিভিন্ন যানবাহন চলাচল করার কারণে বর্তমানে খানাখন্দের ভরে গেছে। এ রাস্তা দিয়ে নিয়মিত ভাবে ভ্যান, মোটরসাইকেল ট্রলি সহ বিভিন্ন যানবাহন চলাচল করে। বর্ষায় রাস্তাটির বিভিন্ন স্থানে গর্তে পানি জমে গেলে এসব যানবাহন চলাচল করতে পারে পারছেনা। এছাড়াও রাস্তাটি দিয়ে স্কুল কলেজ মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থী যাতয়াত করে।কিন্তু বর্ষা মৌসুমে রাস্তাটিতে কাঁদা পানি থাকার কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যেতে পারে না শিক্ষার্থীরা। দীঘ্র্ সময় পার হলেও গ্রামীণ এই অবহেলিত মরণফাঁদ রাস্তায় এখনো পর্যন্ত আধুনিকতার কোনো ছোঁয়া লাগেনি। ৫ ও ৬নং ওয়ার্ডের রাস্তার বিষয়ে দক্ষিণ শ্রীপুর (ইউপি) চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডলের কাছে জানতে চাইলে তিনি দৈনিক দৃষ্টিপাত প্রতিনিধিকে জানান, ৫নং ওয়ার্ডের রাস্তার টেন্ডার হয়ে গেছে দ্রুত কাজ শুরু হবে ও ৬নং ওয়ার্ডের কাঁচা রাস্তা টেন্ডারের প্রক্রিয়াধীন আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com