শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:৫৭ পূর্বাহ্ন

বসন্তপুর কাস্টম গোডাউনে গরু নিলাম কার্যক্রম স্থগিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২

মথুরেশপুর প্রতিনিধি \ কালিগঞ্জের বসন্তপুর কাস্টম গোডাউনে ভারতীয় ৫টি মাঝারি গরু নিলাম কার্যক্রম স্থগিত করা হয়েছে। বুধবার দুপুর ৩টায় কাস্টম চত্বরে গরুগুলো প্রকাশ্যে নিলামের আয়োজন করা হয়। বসন্তপুর কাস্টম ইন্সপেক্টর আব্দুল­াহ আল কাফি জানান, বিজিবি কর্তৃক আটককৃত ৫টি ভারতীয় গরু কাস্টম গোডাউন কর্তৃপক্ষ প্রকাশ্য নিলামের আয়োজন করে। নিলাম ডাকে ৮৩ জন জামানতের অর্থ জমা দিলেও ডাকে অংশ নিয়েছেন মাত্র ১০-১২ জন। এর মধ্যে সর্বোচ্চ দরদাতা জমাত আলী নামের এক ব্যক্তি মূল্য সংযোজন কর (ভ্যাট) ও আয়কর (এআইটি) সহ ১ লাখ ৭৩ হাজার টাকায় ডাক দেন। কিন্তু সরকারী নির্ধারিত লক্ষ মাত্রা পূর্ণ না হওয়ায় সাতক্ষীরা কাস্টম সুপার স্যারের নির্দেশে নিলাম স্থগিত করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদের উপ-সহকারী প্রাণিসম্পদ অফিসার (সম্প্রসারণ) রবিউল ইসলাম মুকুল, থানার উপ-পরিদর্শক সেলিম রেজা, বসন্তপুর বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার সুজাউল রহমান সহ সাংবাদিকবৃন্দ ও নিলামে অংশগ্রহণকারীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com