বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় নূরনগর আদর্শ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শোকাবহ পরিবেশে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। গতকাল আদর্শ সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে সংস্থার প্রধান কার্যালয়ে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধ নমিতভাবে উত্তোলন, কুরআন খতম, বঙ্গবন্ধুর প্রতিকৃর্তিতে পুষ্পস্তবক অর্পণ, বঙ্গবন্ধুর স্মরণে বৃক্ষরোপণ, আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে অত্র সংস্থার সভাপতি ডি এম নাজিম উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র সংস্থার নির্বাহী পরিচালক শেখ হাবিবুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অত্র সংস্থার ব্রাঞ্চ ম্যানেজার মোঃ মুজিবুর রহমান, প্রধান হিসাবরক্ষক মোঃ আব্দুল মাজেদ, রিকভারি অফিসার, আনসার উদ্দিন আনন্দ, সহকারি হিসাব রক্ষক মাহমুদ হাসান প্রমুখ।