বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে ডেনমার্কের রাণীর আগমন উপলক্ষ্যে নির্মিত অস্থায়ী হেলিপ্যাড ও সংযোগ সড়কের ইট প্রকাশ্য নিলাম অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৭ আগষ্ট বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে ডেনমার্কের রাণী উপজেলার মুন্সিগঞ্জে আগমন উপলক্ষ্যে নির্মিত হেলিপ্যাড, সংযোগ সড়ক, লঞ্চঘাট স্থানে গাড়ি পার্কিং এর প্রায় ২ লক্ষ ইট নিলামে সর্বোচ্চ ১৩ লক্ষ ৫২ হাজার টাকা ডাক হয়। উক্ত নিলাম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন, উপজেলা প্রকৌশলী এস এম সাইদুজ্জামান সোহাগ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইনুল ইসলাম, উপজেলা ঠিকাদার সমিতির সভাপতি শেখ জাবের হোসেন, সাধারণ সম্পাদক উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স ম আব্দুর সাত্তার সহ ঠিকাদার ও সাংবাদিকবৃন্দ।