খলিশখালী (পাটকেলঘাটা) প্রতিনিধি \ পাটকেলঘাটার খলিষখালীতে বিদ্যুৎতের শর্ট সার্কিটের আগুন লেগে এক আইনজীবির বাড়ির ৫লক্ষটাকা ক্ষতি সাধন হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার রাতে তালা উপজেলার পাটকেলঘাটা থানাধীন খলিষখালী গ্রামে মধু সুদন দাশের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।তবে এ ঘটানায় কেউ হতাহত হয়নি। মধু সুদন দাশ খলিষখালী গ্রামে গকুল দাশের পুত্র ।সে সাতক্ষীরা জর্জকোটে আয়কর আইনজীবি হিসাবে কর্মরত। স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে ওই বাড়িতে বিদ্যুৎতে আগুনের অগ্নিশিখা দেখতে পেয়ে বাড়ির লোকজন চিৎকার করতে থাকে । পরিবর্তীতে এলাকাবাসী সাতক্ষীরা পলীবিদ্যুৎকে ঘটনাটি জানিয়ে আগ্নিকান্ড নিয়ন্ত্রনে আনে। বাড়ির মালিক মধুসুদন দাশ জানান, আমি বাড়িতে এসে দেখি টিভি ফ্রিজ, আসবার পত্র সহ নগদ টাকা পুড়ে ৫ লক্ষটাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেন । আমার পরিবার বর্তমানে নিশ্ব হয়ে গেছে। ওই রাতেই খলিশখালী ইউপি চেয়ারম্যান অধ্যাপক সাবির হোসেন, খলিষখালী ক্যাম্প ইনচার্জ আজিজুর রহমান, সাবেক চেয়ারম্যান মোজাফফর রহমান, ইউপি সদস্য উত্তম কুমার দে, সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে গত বুধবার বিকালে তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবু ঘোষ সনৎ কুমার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতার আশ্বাস দেন।