মীর আবু বকর \ সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২২ উদ্বোধন হয়েছে। “বৃক্ষ প্রাণে প্রকৃতি- প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারা দেশের ন্যায় সাতক্ষীরা জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ আয়োজনে গতকাল বেলা ১১টায় সাতক্ষীরা সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বেলুন ফেস্টুন ও ফিতা কেটে বৃক্ষরোপণ ও বৃক্ষ মেলা উদ্বোধন করেন প্রধান অতিথি সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধাদের মীর মোস্তাক আহমেদ রবি। জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার), জেলা পরিষদের প্রশাসক ও জেলা আ’লীগের সাঃ সম্পাদক নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সামাজিক বন বিভাগের সহকারী কর্মকর্তা অমিতা মন্ডল, জেলা নার্সারি সমিতির সভাপতি নুরুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কাজী আরিফুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম আব্দুলাহ আল মামুন, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাস, সিনিয়র সহকারী কমিশনার মোঃ মহিউদ্দিন, জেলা পরিবেশ অধিদপ্তরের পরিচালক সরদার শরিফুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার ফরাজী বেনোজির আহমেদ। এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ও সামাজিক বন বিভাগের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও নার্সারি মালিকগণ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমী সাঃ সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিল্টন।