সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাটকেলঘাটায় কর্মী সম্মেলনের মাঠ পরিদর্শনে ইজ্জত উল্লাহ শ্যামনগরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পরিষ্কার—পরিচ্ছন্নতা অভিযান শ্যামনগরে শহীদ জিয়ার জন্মবার্ষিকী পালিত নূরনগরে জামায়াতে সেটআপ প্রোগ্রাম অনুষ্ঠিত জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সাইক্লিং প্রতিযোগিতা, রেজিষ্টে্রশন চলছে আশাশুনি মাধ্যমিক শিক্ষক সমিতির বিরুদ্ধে অর্থের বিনিময়ে গাইড নির্বাচনের অভিযোগ নিরাপদ খুলনা গড়ার প্রত্যয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাংবাদিক সম্মেলন ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় বাস ড্রাইভার নিহত ডুমুরিয়ায় তারুণ্যের উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা ডুমুরিয়া মাওলানা ভাসানী ডিগ্রী কলেজ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫

পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম বার এর বিদায়ে \ সুশীলসমাজ ও শুভাকাঙ্খীদের সৌজন্যে বিদায়ী আয়োজন জেলা পুলিশের

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২

মীর আবু বকর \ সাতক্ষীরা বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম বার এর বিদায়ী আয়োজন করলেন জেলা পুলিশ, সুশীলসমাজ ও শুভাকাঙ্খীদের সৌজন্যে আয়োজিত আয়োজন এ আমন্ত্রীত অতিথিরা নৈশভোজের মাধ্যমে আপ্যায়িত হলেন। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় পুলিশ লাইনস এ আয়োজিত অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ শাহাদাৎ বরনকারী বঙ্গমাতা সহ পরিবারের অপরাপর সদস্যদের গভীর শ্রদ্ধার সাথে স্মরন করা হয়। বিদায়ী পুলিশ সুপারের সাতক্ষীরায় কর্মকালীন তিন বছর এক মাসের কর্মযজ্ঞ বিশেষ করে পুলিশের পেশাদারিত্ব, মানবিকতা, দক্ষতা, আইন শৃংখলা রক্ষায় সাফল্য, মাদক, মানবপাচার রোধ, নাশকতা, জঙ্গিবাদ দমন সহ বহুবিধ বিষয় প্রদর্শন করা হয়। আগত অতিথিদের সাথে বিদায়ী পুলিশ সুপারের শুভেচ্ছা বিনিময় সাতক্ষীরার জনসাধারনের মাঝে বিদায়ী পুলিশ সুপারের অবস্থান কতটুকু আন্তরিকতার এবং মানবিকতার ছিল তা গতকাল রাতে স্পষ্ট হয়েছে। উপস্থিত সুশীলসমাজ এর পাশাপাশি জেলায় কর্মরত পুলিশ অফিসাররাও বলছিলেন বিদায়ী পুলিশ সুপার ছিলেন পুলিশ আর জনগনের সুসম্পর্কের সেতু বন্ধন। পুরো অনুষ্ঠান স্থলে বারবার আলোচিত হচ্ছিল পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর মানবিকতার বহুমুখি গুনাবলীর ক্ষেত্র। বিদায়ী আয়োজনে বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা ও সঙ্গীত পরিবেশন করা হয়। দেশাত্ববোধক সঙ্গীত পরিবেশনা করেন রোজ বাবুর নেতৃত্বাধীন শিল্পিরা। এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সদর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সংসদ সদস্য এসএম জগলুল হায়দার, সিনিয়র জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজি, নারী ও শিশু ট্রাইবুন্যাল বিজ্ঞ বিচারক এমজি আযম, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ হুমায়ুন কবির, পুলিশ সুপার ইন সার্ভিস সেন্টার মোঃ বেলায়েত হোসেন, জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক, সাধারন সম্পাদক জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব নজরুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত, পৌর মেয়র তাসকিন আহমেদ, সাতক্ষীরা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আমান উল­াহ আল হাদী, মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, বীর মুক্তিযোদ্ধা শেখ তৈয়েবুর রহমান, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, উপজেলা চেয়ারম্যান এসএম আতউল হক দোলন, কলারোয়া মোঃ আমিনুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, এড. আবুল কালাম আজাদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার নির্বাহী সম্পাদক আবু তালেব, সাংবাদিক শরীফুল­াহ কায়সার সুমন, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু, বিশিষ্ট ক্রীড়া সংগঠক তৈয়েব হাসান বাবু, চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজ সভাপতি নাছিম ফারুক খান মিঠু, জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান, সম্পাদক সুমন হোসেন, মহিলা আ’লীগের সম্পাদক জ্যোস্না আরা, ভোমরা সিএন্ডএফ সভাপতি কাজী নওশাদ রাজু, সাধারন সম্পাদক এএসএম মাকসুদ খান, বিশিষ্ট্য ব্যবসায়ী আল ফেরদৌস আলফা সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশিল সমাজের ও সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সার্বিক তত্ত¡বধান করেন অতিঃ পুলিশ সুপার সজিব খান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ও সঞ্চালনা করেন বিশিষ্ট শিল্পী আবু আফফান রোজ বাবু। বিদায়ী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান পিপিএম বার বলেন, আমার সময় কালে জেলার আইন শৃংখলা স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করেছি। মহান স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ পুলিশ বলিষ্ট ভূমিকা রেখেছেন। সেদিন বঙ্গবন্ধু নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পুলিশ যুদ্ধ করেছিল। বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই তার সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত দেশ গড়তে কাজ করছে। আমি মুক্তিযুদ্ধে অংশ গ্রহন না করলেও প্রধানমন্ত্রীর উন্নয়নশীল দেশ গড়তে একজন ক্ষুদ্র সহযোগী হিসাবে কাজ করে যাচ্ছি। তিনি আরো বলেন, সব কিছু কঠোর ভাবে নিরসন করা যায় না। মানুষকে সংশোধন করা বড় কঠিন। জেলা পুলিশ মানুষের জন্য সেটি করেছেন। সাতক্ষীরা জেলা সকল ক্ষেত্রে এগিয়ে। সাতক্ষীরার কথা আমার আজীবন মনে থাকবে। সাতক্ষীরার জন্য মঙ্গল কামনা করি। নিশ্চিন্তে সাতক্ষীরাবাসি থাকবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com