মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:৩৪ পূর্বাহ্ন

আলজেরিয়ায় দাবানলে অন্তত ২৬ জন নিহত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২

এফএনএস বিদেশ : উত্তর আলজেরিয়ার বনাঞ্চলে দাবানলে অন্তত ২৬ জন নিহত এবং আরো ১২ জনের মতো আহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কামেল বেলদাউদ বলেছেন, তিউনিশিয়ার সীমান্তবর্তী এল তারফে ২৪ জন এবং সেতিফে একজন মা ও মেয়ে মারা গেছেন। হেলিকপ্টারের সহায়তায় অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীরা বুধবার সন্ধ্যায়ও বেশ কয়েকটি দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন। বিভিন্ন প্রদেশের প্রায় ৩৫০ জন বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। সরকারের বেসামরিক সুরক্ষা সংস্থা জানিয়েছে, এল তারফ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা। সেখানে ১৬টি জায়গায় আগুন লেগেছে। উত্তর আফ্রিকার বিশাল দেশ আলজেরিয়ার উত্তরাঞ্চল প্রতিবছর দাবানলে আক্রান্ত হয়। গত বছরও দাবানলে ৯০ জন লোক মারা গেছে বলে মনে করা হয়। এ ছাড়া এক লাখ হেক্টরের বেশি বনভ‚মি পুড়ে যায়। গত বছরের আগস্টে স্বরাষ্ট্রমন্ত্রী কামেল বেলদাউদ কাবাইল অঞ্চলের আগুনের ঘটনাকে ইচ্ছাকৃত অগ্নিসংযোগ বলে আখ্যা দেন। তিনি দাবি করেন, শুধু ‘অপরাধী হাত’-ই বিভিন্ন এলাকায় একসঙ্গে প্রায় ৫০টি দাবানলের ঘটনা ব্যাখ্যা করতে পারে। এবারের গ্রীষ্মকালে ভ‚মধ্যসাগরীয় অঞ্চলের বেশ কয়েকটি দেশ দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে ইউরোপের ফ্রান্স, গ্রিস, পর্তুগাল, স্পেন এবং ইতালি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র : বিবিসি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com