বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নে জেলেদের মাঝে ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়েছে। গতকাল ১৮ আগষ্ট বৃহস্পতিবার সকাল ১০ টায় মানবিক সহতার আওতায় ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদ চত্বরে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, মৎস্যজীবী সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সামুদ্রিক জলসীমায় মাছ ধরা বিরত থাকা কার্ডধারী ৩৫০ জন জেলেদের দ্বিতীয় কিস্তি মাথাপিছু ৩০ কেজি করে চাউল বিতরণ করা হয়। উক্ত বিতরণ অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান এ্যাডঃ জিএম শোকর আলী এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলা সমিতির উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আশরাফ, জাতীয় মৎস্যজীবী সমিতির উপজেলা শাখার সভাপতি জিএম মনসুর আলম, আওয়ামী মৎস্যজীবী লীগের ইউনিয়ন প্রতিনধি আদম আলী মাঝি সহ ইউনিয়ন টাস্কফোর্স কমিটির নেতৃবৃন্দ।