বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলা সদর মধ্য খ্যাগড়াদানা বাইতুল আমান জামে মসজিদ উদ্বোধন করা হয়েছে। গতকাল ১৮ আগষ্ট বৃহস্পতিবার জোহর নামাজ বাদ অত্র মসজিদ কমিটির আয়োজনে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, আলেম ওলামায়ে কেরামগণ, শিক্ষক, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অত্র এলাকার মুসলীবৃন্দের উপস্থিতিতে বাইতুল আমান জামে মসজিদ নির্মাণপূর্বক শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে ইউপি সদস্য মোঃ আজিবর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখে ও উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাহিনুল ইসলাম, শ্যামনগর কেন্দ্রীয় মাদ্রাসা অধ্যক্ষ মাওঃ ওজায়েরুল রহমান, ভারপ্রাপ্ত অধ্যাপক শহিদুল ইসলাম, আশরাফুল ইসলাম প্রমুখ।