বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় পরমেশ্বর ভগবান শ্রীশ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব ২০২২ উদযাপিত হয়েছেন। গতকাল ১৮ আগস্ট বৃহস্পতিবার বেলা ১১ টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার আয়োজনে নকিপুর কেন্দ্রীয় সর্বজনীন হরিসভা প্রাঙ্গণে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সনাতন ধর্মলম্বীর হাজারও ভক্তবৃন্দের উপস্থিতিতে শ্রীমাত ভগবত গীতা পাঠের মাধ্যমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে একটি শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক পরিদক্ষিণ করে গোপালপুর রাধাগোবিন্দ মন্দিরে এর ধর্মীয় আলোচনা সভায় মিলিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাস এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ্যাডঃ কৃষ্ণপদ মন্ডল এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সাইদ-উজ-জামান সাইদ, জেলা পরিষদ সদস্য ডালিম কুমার ঘরামী, উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা অধ্যাপক পরিমল কৃষ্ণ মন্ডল, সহ-সভাপতি কৃষ্ণানন্দ মুখার্জী, অনাথ চন্দ্র হালদার, তপন কুমার মন্ডল, দিনেশ চন্দ্র মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল, পরিমল কর্মকার সহ উপজেলা ও ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দ। ধর্মীয় আলোচনা শেষে উপস্থিত সকলের মাঝে প্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।