বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলা ক্রীড়া ধারাভাষ্যকার ফোরামের পক্ষ থেকে জাতীয় ক্রীড়া ধারাভাষ্যকার শিক্ষক মোঃ ইসমাইল হোসেন মিলনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত শুক্রবার সকাল ১০ টায় সাতক্ষীরা ক্রীড়া ধারাভাষ্যকার ফোরামের আয়োজনে জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া ধারাভাষ্যকার ফোরামের সভাপতি ওলিউল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ বেতার ক্রীড়া ধারাভাষ্যকার মোঃ ইসমাইল হোসেন মিলনকে সম্মাননা স্মারক প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির সহ অতিথি বৃন্দ। শিক্ষক ইসমাইল হোসেন মিলন কালিগঞ্জ উপজেলার মূড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও খুব্দীপুর গ্রামের প্রবীণ শিক্ষক আলহাজ্ব মোঃ আব্দুল মালেক এর সুযোগ্য পুত্র।