বিলাল হুসাইন নগরঘাটা থেকে ঃ সংস্কারের অভাবে তালা উপজেলার নগরঘাটা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি দীর্ঘদিন সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। ফলে শিক্ষার্থীদের ব্যাহত হচ্ছে শিক্ষা কর্যক্রম। বিদ্যালয়টির এমন জীর্ণদশার প্রেক্ষাপটের কারণে নতুন ভবন নির্মাণের দাবী জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। এলাকাবাসী সূত্রে জানা যায় ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয় নগরঘাটা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি। তৎকালিন নগরঘাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম তোফাজ্জেল হোসেন (তাজেল ) নগরঘাটা ইউনিয়ন আ,লীগের সাবেক সভাপতি মরহুম ডাঃ সামছুদ্দীন লস্কার এবং সমাজ সেবক পেশকার মোঃ মতিয়ার রহমানের ঐকান্তিক প্রচেষ্টার ফলে গড়ে ওঠে বিদ্যালয়টি। দীর্ঘ ২৫ বছর ধরে বিদ্যালয়টি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে থাকলেও আজ পর্যন্ত বিদ্যালয়টির তেমন কোন অবকাঠামোগত উন্নয়ন হয়নি। নির্মাণ হয়নি বিদ্যালয়ের তেমন কোন দৃশ্যমান নতুন ভবন। যে কারণে বছরের পর বছর ধরে দারুন হতাশায় ভুগছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। এদিকে অল্প বৃষ্টিপাত হলেই জং পড়ে যাওয়া টিন সেটের ছিদ্র দিয়ে পানি প্রবেশ করে শ্রেনীকক্ষের ভিতর। বৃষ্টির পানিতে ভিজে যায় শিক্ষার্থীদের বই খাতা টেবিলসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিষপত্র। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মশিয়ার রহমান দৈনিক দৃষ্টিপাতকে জানান অল্প বৃষ্টিপাত হলেই টিন সেটের ছিদ্র দিয়ে বৃষ্টির পানি প্রবেশ করে শ্রেনী কক্ষের ভিতর। তবে অবশ্য পরবর্তীতে সেটা মেরামত করে দেওয়া হয়েছে। বৃষ্টির পানি শ্রেনী কক্ষের ভিতরে প্রবেশ করার কারণে কক্ষের মধ্যে এক প্রকার ছ্যাত ছ্যাতে পরিবেশ তৈরী হয়েছে। বিদ্যালয়ের আশপাশে নোংড়া পরিবেশের কারণে বেড়ে যায় মশার উপদ্রব। মশার উপদ্রব থেকে রেহায় পেতে অনেক সময় শ্রেনীকক্ষের ভিতর মশার কয়েল জ্বালিয়ে ক্লাস করতে হয় শিক্ষার্থীদের। মশার কামড়ানোর অসহ্য যন্ত্রণা দিনের পর দিন সহ্য করতে হয় শিক্ষার্থীদের। যার ফলশ্রুতিতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম দারুনভাবে ব্যাহত হয়। এছাড়া বৃষ্টির পানি দ্রুত নীস্কাসন না হওয়ার কারণে শ্রেনী কক্ষের মধ্যে অনেক সময় পানি জমে থাকে। এমতাবস্থায় উক্ত মাধ্যমিক বালিকা বিদ্যালয়টির সুন্দর শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা এবং নতুন ভবন নির্মানের দাবী জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।