শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৪:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সচিবালয়ে আগুন: তদন্ত কমিটির অনুসন্ধান শুরু টোল প্লাজায় অপেক্ষমাণ গাড়িতে বাসের ধাক্কা, ৫ জন নিহত ষড়যন্ত্রকারীরা জুলাই বিপ্লবের অর্জন নস্যাৎ করতে পারবে না: অ্যাটর্নি জেনারেল দুই মাসের মধ্যে একাধিক রাজনৈতিক দল গড়ে উঠবে: সারজিস জাতিকে বদলে দিতে আপনাদের অন্তরে যেন জায়গা পাই: জামায়াত আমির বিএনপির সংস্কার চায় না, এ কথাটি সঠিক নয়: মির্জা ফখরুল ৮দলীয় নক—আউট ক্রিকেট টুর্নামেন্টে মুনজিতপুর ক্রিকেট ক্লাব চ্যাম্পিয়ন সাতক্ষীরায় ইমদাদ ম্যাজিক ইংলিশ এর উদ্যোগে পুরস্কার বিতরণ দেবহাটায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহিদদের স্মরণে আলোকচিত্র প্রদর্শনী ও কাওয়ালী সন্ধ্যা দেবহাটা পাইলট হাই স্কুলে শিক্ষার্থীদের পুনর্মিলন ও কৃতিশিক্ষার্থীদের পুরস্কার প্রদান

বসতবাড়ি থেকে বিশাল অজগর উদ্ধার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২২ আগস্ট, ২০২২

এফএনএস: বাগেরহাটের মোংলা উপজেলায় বসতবাড়ি থেকে বিশাল একটি অজগর সাপ উদ্ধার করেছে বনবিভাগ। উপজেলার চিলা ইউনিয়নের উলুকাটা গ্রামে গতকাল রোববার সকাল ৬টার দিকে সাপটি জালে আটকে রেখে বনবিভাগকে খবর দেন বাড়ির মালিক। এরপর সাড়ে ৭টার দিকে সাপটি উদ্ধার করা হয়। পরে বেলা ১১টার দিকে করমজলের গভীর বনে সাপটি ছেড়ে দেওয়া হয়। বনবিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, অজগরটি লম্বায় সাড়ে ১০ ফুট। এর বয়স আনুমানিক ১২ বছর। এ ছাড়া ওজন ২০ কেজি। সুন্দরবন পূর্ব বনবিভাগের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির বলেন, ‘উলুকাটা গ্রামের সোহাগ শেখের বসতবাড়িতে গতকাল রোববার সকাল ৬টার দিকে সুন্দরবনের একটি বিশাল অজগর সাপ ঢুকে পড়ে। এরপর সাপটি একটি জালের সাহায্যে আটকে রেখে আমাদের খবর দেওয়া হয়।’ আজাদ কবির আরও বলেন, ‘খবর পেয়ে সকাল সাড়ে ৭টার দিকে সঙ্গে থাকা বনপ্রহরীদের নিয়ে সাপটি উদ্ধার করি। এরপর বেলা ১১টার দিকে করমজলে নিয়ে গভীর বনে সাপটি অবমুক্ত করে দিই।’ বনবিভাগের এ কর্মকর্তা আরও বলেন, ‘সুন্দরবনের বিভিন্ন প্রজাতির সাপ বনের অভ্যন্তরের উঁচু জায়গায় ডিম পেড়ে থাকে। কিন্তু, জলবায়ু পরিবর্তনের কারণে বনের অভ্যন্তরের উঁচু জায়গা ক্ষতিগ্রস্ত হওয়ায় সাপগুলো লোকালয়ের উঁচু জায়গায় ডিম পাড়ছে। তাই, তারা লোকালয়ের উঁচু জায়গার আশপাশে বিচরণ করছে। এ ছাড়া খাবারের সন্ধানেও লোকালয়ে যায় এই সাপ। হাঁস-মুরগি খাওয়ার লোভ ও ডিম পাহারার জন্য সাপগুলো লোকালয়ে চলে আসছে। এখন পর্যন্ত লোকালয় থেকে যত অজগর উদ্ধার হয়েছে, তার বেশির ভাগই উদ্ধার হয়েছে বাড়িঘরের হাঁস-মুরগির খোপ ও তার আশপাশ থেকে।’ বন কর্মকর্তা আজাদ কবির আরও জানান, চলতি বছরের জানুয়ারী থেকে ২১ আগস্ট পর্যন্ত লোকালয়ের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হওয়া দুটি হরিণ, দুটি কোবরা সাপ, দুটি কুমির, তিনটি অজগর সাপ, একটি তোক্ষক ও একটি কচ্ছপ করমজলের বনে অবমুক্ত করা হয়েছে। এ ছাড়া খুলনা, যশোর, সাতক্ষীরা ও বাগেরহাটের বিভিন্ন পার্ক থেকে উদ্ধার হওয়া নানা প্রজাতির আরও ২৪টি বন্যপ্রাণীও অবমুক্ত করা হয় সুন্দরবনের করমজলে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com