কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়া উপজেলার ঐতিহ্যবাহি কাজীরহাট কলেজের ৭ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। রোববার সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যাপক কাজীরহাট পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য ডা.মাহমুদুল হাসান পলাশের নিজস্ব অর্থায়নে প্রত্যেককে ১ হাজার টাকা করে প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ এস এম সহিদুল আলম,সহকারী অধ্যাপক মোছা. কামরুন্নাহার, শাহানুর রহমান, ইসমাইল হোসেন, আশিকুর রহমান, প্রভাষক সাইফুল ইসলামসহ সকল শিক্ষক মন্ডলী। বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীরা হলো- সুরাইয়া ইয়াসমিন, শিমুল বিশ্বাস, আমেনা খাতুন, ফাতেমা খাতুন, আপন আল ফারাবী, অপূর্ব মালী ও তন্নী খাতুন।