স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা দপ্তরে আওতাধীন উপজেলা শিক্ষা অফিস, সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে কর্মরত উপজেলা শিক্ষা অফিসার সহ প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের যথাযথ সময়ে উপস্থিতি এবং কর্মকালীন সময় পর্যন্ত কর্মস্থলে অবস্থানের তদারকির অংশ হিসেবে গতকাল শ্যামনগর উপজেলা সহকারী শিক্ষা অফিসার সোহাগ হোসেন, ইদ্রিস আলী এবং উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক প্রদীপ কুমার মন্ডলের দিনব্যাপী কর্মস্থলে অনুপস্থিতি পরিলক্ষিত হয়। শ্যামনগর উপজেলা শিক্ষা অফিসার রমিজ মিয়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীনকে উলেখিতদের অনুপস্থিতির বিষয়টি অবগত করান। এমতাবস্থায়, অনুমোদিত ভাবে অনুপস্থিত সংশ্লিস্ট কর্মকর্তা/কর্মচারীকে কৈফিয়ত তলব করেছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন। কৈফিয়ত তলবে আরও বলা হয়েছে পত্র প্রাপ্তির ৩ (তিন) দিনের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পৃথক পৃথক জবাব দাখিল করার নির্দেশ দেওয়া হলো।