বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা শরীফে পীরে কামেল সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিলাহ হজরত শাহসূফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউলা (রঃ) এঁর বেছাল শরীফ উপলক্ষে গতকাল ৯ ফেব্র“য়ারী বুধবার সকাল সাড়ে ৯ টায় নলতা পাক রওজা শরীফে মিলাদ ও দোয়ার অনুষ্ঠা হয়েছে। উক্ত অনুষ্ঠানে মিশনের সভাপতি সাতক্ষীরা- ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্জ অধ্যাপক ডাঃ আফম রুহুল হক’র সভাপতিত্বে পবিত্র কোরআন তেলোয়াত করেন, শানপুকুর জামে মসজিদের ইমাম মৌ. মোঃ আব্দুল হাকিম। মিলাদ শরীফ ও ফাতেহা পাঠ করেন, আলহাজ্জ হাফেজ মো. শামছুল হুদা। গজল পরিবেশন করেন, মোঃ আনিছুর রহমান, মোঃ আশরাফুল ইসলাম, মোঃ রবিউল ইসলাম। তাওয়ালাদ শরীফ পরিবেশন করেন, আলহাজ্জ হাফেজ মোঃ হাবিবুর রহমান। কেয়াম পরিবেশন করেন, মোঃ মাছুম বিলাহ। শেজরা শরীফ পাঠ ও মোনাজাত পরিচালনা করেন, নলতা শরীফ শাহী জামে মছজিদের খতিব আলহাজ্জ মাওলানা মোঃ আবু সাইদ।