বিশেষ প্রতিনিধি \ দুর্যোগপুর্ন আবহাওয়া বঙ্গপোসাগরে মাছ ধরতে যাওয়া জেলেরা বিপাকে পড়ে সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম বনবিভাগের আওতায় স্মার্ট পেট্রোলিং টিমের নিয়মিত টহলকালে তাদের অবস্থা দেখে মানবিক সহযোগিতায় এগিয়ে আসার কারনে ঘর ফিরতে সক্ষম হয়েছে ৬৫ জেলে। উদ্ধারকৃত জেলের মধ্যে আলারদান ফিশিং নৌকার মাঝি নাসির জানান, আমরা সাগরে মাছ ধরতে গিয়ে আবহাওয়ার সমস্যার কারনে স্বাভাবিক পরিস্থিতির অবনতি হওয়ায় যাওয়ায় আমরা ভাসতে ভাসতে আসার সময়ে বনবিভাগের সহযোগীয় আমরা ঘরে ফিরতে পেরেছি। এ বিষয়ে গতকাল রবিবার বিকাল ৪ টায় সাতক্ষীরা রেঞ্জ কার্যালয়ে সহকারী বন সংরক্ষণ এম কেএম ইকবাল হোসাইন চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সুন্দরবন পশ্চিম বন বিভাগ, খুলনা এর বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন নির্দেশনায়, সহাকারী বন সংরক্ষক এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী, রেঞ্জ কর্মকর্তা, সাতক্ষীরা রেঞ্জ এর তত্ত্বাবধানে সাতক্ষীরা স্মার্ট পেট্রোলিং টিম-২ এর টিম লিডার স্বাদ আল জামি এর নেতৃত্বে নিয়মিত টহলকালে ২০ আগষ্ট শনিবার সকাল ১০ টায় মালঞ্চ নদী হয়ে খোবরাখালীর ভারানী থেকে মাহমুনা নদীর দিকে যাওয়ার পথে স্মার্ট টিম ট্রলার দেখতে পায়। স্মার্ট টিম ফিশিং ট্রলারের কাছাকাছি গেলে তারা কান্নায় ভেঙ্গে পড়ে এবং বলতে থাকে যে, আমাদের ৫ টি ফিশিং ট্রলারের মধ্যে ২ টি ট্রলার সাগরের বড় বড় ঢেউ, প্রবল স্রোত ও ঝড়ো হাওয়ার আঘাতে পানিতে ডুবে যায়। ২ টি ট্রলারের মধ্যে ২০-২৫ জন জেলে ছিল। আমাদের সামনেই ২ টি ট্রলার ডুবে যায় এবং আমাদের প্রাণ বাঁচানোর জন্য আমরা কিভাবে এখানে এসেছি তা আমরা নিজেও জানিনা। তাৎক্ষনিক ভাবে স্বাদ আল জামি, স্মার্ট পেট্রোলিং টিম লিডার-২ ট্রলারসহ জেলেদেরকে নিজ হেফাজতে নিয়ে রেঞ্জ কর্মকর্তা, সাতক্ষীরা রেঞ্জ সাথে যোগাযোগ করেন। রেঞ্জ কর্মকর্তার নির্দেশনাক্রম জেলেদেরকে উদ্ধার পূর্বক রেঞ্জ কার্যালয়ে নিয়ে আসেন। উদ্ধারকৃত ট্রলার সমূহের মধ্যে দুইটিতে ১৫ জন করে ৩০ জন এবং একটিতে ১১ জনসহ মোট ৪১ জন আছে। ৩ টি ট্রলারের নাম এফ.বি. মায়ের দোয়া, এফবি লাকি ও এফ.বি.ভাই ভাই। তাছাড়াও ২০ আগষ্ট শনিবার সন্ধ্যায় স্মার্ট টিম হলদে বুনিয়া রায়মঙ্গল নদী হতে ভাসমান ২৪ জন জেলেকে উদ্ধার করে হলদেবুনিয়া অফিস হেফাজতে নিয়ে আসেন ও তাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়। পরবর্তীতে রেঞ্জ কর্মকর্তাকে ওয়্যারলেস বার্তায় অবহিত করেন। রেঞ্জ কর্মকর্তার নির্দেশে বাকি ২৪ জন জেলেকে হলদেবুনিয়া হতে রেঞ্জ কার্যালয়ে নিয়ে আসেন।