এফএনএস স্পোর্টস: লিগের শুরুতেই আতলেটিকো মাদ্রিদকে রুখে দিয়েছে ভিয়ারিয়াল। ১৫ বছর ধরে কখনো ঘরর মাঠে মৌসুমের প্রথম ম্যাচ হারেনি আতলেটিকো। সেই রেকর্ড ভেঙেছে রোববার রাতে ভিয়ারিয়ালের কাছে ২-০ ব্যবধানের হারে। এমন পরাজয় মানতে পারেননি আতলেটিকো সমর্থকেরা। তারা গালাগাল থেকে শুরু করে ফুটবলারদের ওপর আক্রমণও করেছে! বেশ তুলকালাম হয়েছে ম্যাচের ফলাফল নির্ধারণ হতেই নিজেদের ফুটবলারদের দুয়ো দিতে শুরু করেন আতলেটিকো সমর্থকেরা। আঁতোয়ান গ্রিজমানের উদ্দেশে প্রকাশ অযোগ্য ভাষায় গালাগাল করা হয়েছে। শুধু তাই নয়, মাঠের মধ্যে বোতলসহ নানা কিছু ছুড়ে মেরে নিজেদের রাগ ঝেড়েছে সমর্থকেরা। তাদের আক্রমণ থেকে রেহাই পাননি বেঞ্চে থাকা ফুটবলাররাও। সমর্থকদের গালাগালে অতিষ্ঠ হয়ে আতলেটিকো ফুটবলার মারিও হারমোসো তো গ্যালারির দিতে তেড়ে গিয়েছিলেন। এতে বিপদ আরও বাড়ে। মারিও হারমোসো তেড়ে যেতেই আতলেটিকো সমর্থকেরা আরও ক্ষেপে যান। যাচ্ছেতাই ভাষায় গালাগালসহ বোতল ছুড়ে মারতে থাকেন। পরিস্থিতি সামলাতে পুলিশ এবং বেশ কয়েকজন ফুটবলার সেখানে গিয়ে সমর্থকদের শান্ত করেন। কিন্তু মারিও হারমোসো বারবার সমর্থকদের মারতে যাচ্ছিলেন। একসময় তাকে মাঠের বাইরে নেওয়া হয়। আসলে এই ডিফেন্ডার রিয়াল মাদ্রিদের ‘বি’ ও ‘সি’ দলের হয়ে খেলায় আতলেটিকো সমর্থকেরা তাকে ‘মাদ্রিদিস্তা’ বলে গালি দিচ্ছিল। সেটাই সইতে পারেননি হারমোসো।