বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২২ আগষ্ট সোমবার সকাল ৯ টায় নাগরিক উদ্যোগ এর পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশর উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন, উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ, বিভিন্ন এনজিও কর্মী, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধিবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা এস এম এনামুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সারিদ বিন শফিক, ওসিসি কর্মকর্তা প্রণব বিশ্বাস, বিডিইআরএম জেলা কমিটির সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র দাস, মোঃ কামরুল ইসলাম, শিবু প্রসাদ বুদ্ধ, অষ্টমী মালো প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নাগরিক উদ্যোগ প্রধান কার্যালয় ঢাকা এর প্রজেক্ট অফিসার মোঃ সাইফুর রহমান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন নাগরিক উদ্যোগ এর বিভাগীয় সমন্বয়কারী মোঃ রহিদুল ইসলাম।