বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২২ আগষ্ট সোমবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তা, বিভিন্ন দপ্তর প্রধানগণ, ইউপি চেয়ারম্যান, আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান, ইউপি চেয়ারম্যান এ্যাডঃ জিএম শোকর আলী, ইউপি চেয়ারম্যান জি এম মাসুদুল আলম, ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবির, থানা অফিসার ইনচার্জ এর পক্ষে এসআই মোমরেজ আলি প্রমুখ। সভায় উপজেলার আইন শৃঙ্খলা বিষয়ে পুলিশ প্রশাসনকে আরো বেশি সতর্ক থাকার জন্য বলা হয় এবং কোন নিরাপরাধ ব্যক্তি যেন অহেতুক মামলায় জড়িয়ে না পড়েন সেদিকেও লক্ষ্য রাখার জন্য বলা হয়। ভারত সীমান্ত দিয়ে অবৈধ পথে মাদক, চোরাচালান, গরু পাচার সহ বিভিন্ন অপরাধ মূলক কার্যক্রম যেন না চলতে পারে সেদিকে বিজিবি কর্মকর্তাদের সজাগ দৃষ্টি রাখার জন্য বলা হয় এবং বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।