দেবহাটা অফিস \ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব নজরুল ইসলাম গতকাল দেবহাটার কুলিয়া, পারুলিয়া, সখিপুর, নোয়াপাড়া ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বরদের সাথে মত বিনিময় করেন। বিগত দিনে জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে উন্নয়ন ও সংস্কার মূলক কর্মকান্ডের বিবরন দেন এবং দোয়া কামনা করেন। উক্ত মত বিনিময় সভা গুলোতে বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান আ’লীগ সভাপতি মুজিবর রহমান, প্রাক্তন জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আল ফেরদৌস আলফার পরিচালনায় চেয়ারম্যান আসাদুল হক, চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, চেয়ারম্যান সাইফুল ইসলাম, আলমগীর হোসেন সাহেব আলী, আঃ মতিন বকুল সহ সকল মেম্বররা উপস্থিত ছিলেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগ নেতা আতাউর রহমান, মুনছুর আলী, আঃ রশিদ, তানভীর হোসাইন, দেবহাটা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, জিএম স্পর্শ, যুবলীগ সভাপতি মিজানুর রহমান মিন্নুর প্রমুখ।