মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:২৬ পূর্বাহ্ন

বজ্রপাতে ইয়েমেনে নিহত ১৩

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২

এফএনএস বিদেশ : একদিনে একাধিক বজ্রপাতে ইয়েমেনে বিভিন্ন অঞ্চলে অন্তত ১৩ জন মারা গেছেন। এ সময় আহত হয়েছেন অন্তত আরও ২৭ জন।ইয়েমেনের হুতি বিদ্রোহী নিয়ন্ত্রিত বার্তা সংস্থা সাবা নিউজ এজেন্সি জানিয়েছে, দেশটির হাজ্জাহ প্রদেশের বিভিন্ন এলাকায় একাধিক বজ্রপাতের ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে এবং এ সময়ে আহত হয়েছেন আরও অন্তত আট জন। স্থানীয় আরেকটি সংবাদমাধ্যমের বরাতে আনাদুলু এজেন্সি জানিয়েছে, ইয়েমেনের আমরান প্রদেশের একটি শেষকৃত্যানুষ্ঠানে বজ্রপাত হলে অন্তত ছয় জন নারীর মৃত্যু হয়। এ সময় আহত হন আরও ১৩ জন। এদিকে, জাতিসংঘ জানিয়েছে যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে সা¤প্রতিক বন্যায় অন্তত ৭৭ জনের মৃত্যু হয়েছে। এক বিবৃতিতে জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক প্রতিষ্ঠান ওসিএইচএ-এর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘গত ২৮ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় অন্তত ৩৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, এই চরম প্রাকৃতিক দুর্যোগ দেশটির ২২ প্রদেশের মধ্যে অন্তত ১৬টি প্রদেশে আঘাত হেনেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com