ধুলিহর প্রতিনিধি \ সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বালুইগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য গতকাল সকালে স্কুলের হল রুমে সাহেক সভাপতি আলহাজ্ব নুরুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় স্কুলের অভিভাক ও এলাকার গন্যমান্য ব্যক্তিদের সিধান্ত মোতাবেক নির্বাচিত সদস্যরা হলেন, মোঃ আবুল হোসেন, আসমা খাতুন (বিদ্যুৎসাহী সদস্য), আলহাজ্ব নুরুল ইসলাম (জমিদাতা সদস্য), আব্দুর রহমান, বাবলু সরদার, সাবিনা খাতুন, হামিদা খাতুন (অভিভাবক সদস্য), মিনহাজ মোরশেদ (ইউপি সদস্য), মোঃ আজিজুর রহমান, মোঃ আজহারুল ইসলাম, মানছুরা খাতুনকে সদস্য সচিব করে ১১ সদস্য নির্চাচিত হয়। আগামী আলোচনা সভায় এই ১১ জন সভাপতি নির্বাচিত করবেন বলে প্রধান শিক্ষক জানান।