বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদের কর্মকর্তা, বিভিন্ন দপ্তর প্রধানগণ, ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন এর সভাপতিত্বে এবং উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা এস এম এনামুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ কামরুজ্জামান, ইউপি চেয়ারম্যানবৃন্দ প্রমুখ। সভায় গত বছরের অসমাপ্ত এডিবির কাজগুলো দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়। বয়স্ক ভাতা এবং প্রতিবন্ধী ভাতা আবেদনকারীদের আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করার জন্য বলা হয়। ১০ টাকার চাউলের কার্ড প্রাপ্তদের তালিকা অনলাইন করে জমা দেওয়ার জন্য ইউপি চেয়ারম্যানদের অনুরোধ করা হয় সহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।