শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:৫৯ অপরাহ্ন

রেশনকার্ডে নামের তালিকায় দুর্নীতি করায় কাশিমাড়ি ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার কাশীমাড়ি ইউনিয়নে রেশন কার্ড এর নামের তালিকা থেকে সাধারণ মানুষের নাম বাদ দেওয়ায় এবং তালিকায় ইউপি চেয়ারম্যান এর নিজের পকেটের লোকের নাম তালিকাভুক্ত করে দুর্নীতি করায় কাশিমাড়ি ইউপি চেয়ারম্যান গাজী আনিজুজ্জামান আনিচ এর বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে। গতকাল ২৩ আগস্ট মঙ্গলবার সকাল ১১টায় কাশীমাড়ি ইউনিয়ন পরিষদের সামনে নতুন বাজারে মানববন্ধন করেছে ইউনিয়নের কয়েকশত সাধারণ জনগণ। উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে রেশনকার্ড থেকে বাদ পড়া কয়েকশত সাধারণত ও নিরীহ ভুক্তভোগী মানুষের সাথে একাত্বতা প্রকাশ করে মানববন্ধনে উপস্থিত ছিলেন ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ্ব শোমসের ঢালী, সাধারণ সম্পাদক আবুল হোসেন, ওয়ার্ড আ’লীগের সভাপতি ছানাউল­াহ, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক খোকন সানা, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি এশার আলী সহ ভুক্তভোগী এলাকাবাসী। এসময় বক্তারা বলেন, আমরা বিগত ইউপি নির্বাচনের সময় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেওয়া নৌকায় ভোট দিয়েছিলাম এজন্য আমাদের ও আমাদের লোকজনের রেশনকার্ডের নাম থেকে বাদ দেওয়া হয়েছে। সেই সাথে আমাদের নাম কেটে দিয়ে চেয়ারম্যানের নিজের লোকজনদের নাম বসিয়ে দেওয়া হয়েছে এবং তিনি বতর্মান রেশনকার্ডে যাদের নাম দিয়েছেন তারা বেশির ভাগ এলাকার অর্থ বিত্তশালী মানুষ। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান দৈনিক দৃষ্টিপাতকে জানান, রেশন কার্ডে নামের তালিকাভুক্তির কাজ চলছে, এখনো কাজ শেষ হয়নি। কিছু কুচক্রিমহল আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য চক্রান্ত করে এই মানববন্ধন করেছে। এদিকে ইউনিয়নের গরিব দুঃখী অসহায় সাধারণ খেটে খাওয়া মানুষের রেশনকার্ডের তালিকা থেকে নাম বাদ দিয়ে বিত্তবান লোকজনের নাম অন্তরভুক্ত করায় এলাকার সুশীল সমাজের মানুষেরা ক্ষোভ প্রকাশ করেছে। সেই সাথে সাথে উক্ত ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহনের ও দাবী জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com