স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় ভারতীয় ১২ কেজি রুপার গহনা সহ যুবককে আটক করেছে সদর থানা পুলিশ। আটক শহরের চালতেতলা বাগান বাড়ি এলাকার আব্দুল ছাত্তারের পুত্র ফিরোজ হোসেন (৩২) জানাগেছে, গত ২২ আগষ্ট সকালে ভারত থেকে পাচারের উদ্দেশ্যে মটর সাইকেলে সদরের সাতানী এলাকায় প্রবেশ করেছে চোরাকারবারী চক্র। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে সদর থানা পুলিশের একটি দল সাতানী এলাকায় একটি মটর সাইকেল গতিরোধ করে তার গাড়ী থেকে ১২ কেজি রুপার গহনা সহ মটর সাইকেল ও আসামী ফিরোজ কে আটক করে। সদর থানার ওসি এসএম কাইয়ুম। এ তথ্য নিশ্চিত করেছেন।