স্টাফ রিপোর্টার ঃ শ্যামনগর দুর্বৃত্তের হামলায় নিহত নরেন্দ্রনাথ মুন্ডার পরিবারের খোজখবর নিলেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। গতকাল বিকালে সংসদ সদস্য এসএম জগলুল হায়দার ঈশ্বরীপুর অন্তাখালী মুন্ডাপলীতে নিহত নরেন্দ্রনাথ মুন্ডার বাড়িতে যান। তার পরিবারের সার্বিক খোজ খবর নেই। তাদের পাশ্বে থেকে আশ্বাস প্রদান করেন। এসময় সংসদ সদস্য বলেন, এঘটনার সাথে জড়িতদের খুজে বের করে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহন করবেন। পরবর্তীতে যেন এঘটনা না ঘটে সেই লক্ষে তিনি শ্যামনগর থানা পুলিশের সুদৃষ্টি কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আকতার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, আ’লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুল ইসলাম, আ’লীগ নেতা দুর্গাপদ চক্রবর্তী, পতিত পাবন মন্ডল সহ অনেকে।