বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট অন্তাখালি গ্রামের আদিবাসী মুন্ডা পলীতে সন্ত্রাসী হামলায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৪ আগস্ট বুধবার বিকাল ৪ টায় জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটি আয়োজিত উপজেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গনেশ মার্ডির সভাপতিত্বে ও আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তরুণ মুন্ডার সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিমল রাজোয়াড়, দপ্তর সম্পাদক সুভাষচন্দ্র হেমব্রম, জেলা হিন্দুবৌদ্ধ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য মইনুল হাসান, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য বিভূতী ভূষণ মাহাতো, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নরেন চন্দ্র পাহান, চাঁপাইনবাবগঞ্জ জেলার সভানেত্রী বিচিত্রা তির্কী, রংপুর জেলার আহবায়ক বিমল খালপে, নাটোর জেলার সহ-সভাপতি প্রতাপ সিং, আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি নকুল পাহান, সামসের সমন্বয়কারী রামপ্রসাদ মুন্ডা, দৃষ্টিনন্দন দারিদ্রকল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আব্দুর রশিদ ঢালী প্রমুখ। মানববন্ধনে বক্তরা বলেন, জমিদাররা মুন্ডাদের রাঁচি থেকে এনেছিলেন সুন্দরবন কেটে বসতি গড়ার জন্য। তারা বাঘ কুমিরের মুখে জীবন দিয়ে এখানে বসতি গড়েছেন। তারাই আজ নিজেদের জায়গা হারাচ্ছে। প্রজাস্বত্ব আইন অনুযায়ী মুন্ডা সম্প্রদায়ের জমি হস্তান্তর যোগ্য নয়। কিন্তু প্রভাবশালীরা মুন্ডাদের পদবী পরিবর্তন করে কৌশলে তাদের জমি হাতিয়ে নিচ্ছে। মানববন্ধন থেকে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে ৭ দিনের আল্টিমেটাম দেওয়া হয়।