কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ দীর্ঘ ২০ বছর পর কলারোয়া উপজেলার শাকদাহ বালিকা বিদ্যালয়টি এমপিও ভূক্ত হওয়ায় সাতক্ষীরা-১,তালা-কলারোয়া আসনের এমপি এড. মুস্তফা লুৎফুলাহকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় বিদ্যালয় চত্ত¡রে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে স্কুলের পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেন ¯ু‹লের শিক্ষক ও শিক্ষার্থীরা। পবিত্র কোরআন, গীতা ও বাইবেল ও জাতীয় সংগীত পাঠের মাধ্যমে বিদ্যালয়ের সভাপতি রবিউল আলম মলিক রবির সভাপতিত্বে ও স্কুলের প্রধান শিক্ষক ঈসরাইল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি এড. মুস্তফা লুৎফুলাহ। প্রধান অতিথী তার বক্তব্যে বলেন, এ সংবর্ধনা আমার নয়, এটা সম্পূর্ন দাবিদার প্রধান মন্ত্রী। তিনি আরো বলেন, দেশের উন্নয়নের সহযোগী হিসাবে আমাদের প্রত্যেকের যার যার অবস্থান থেকে সমাজে ভূমিকা রেখে দেশের উন্নয়নকে ত্বরানিত করতে হবে। তাহলেই দেশের আপামর জনসাধারণ ডিজিটাল বাংলাদেশের সুফল পাবে। তবে এর জন্য সবার আগে শিক্ষার্থীদেরকে পড়ালেখার পাশাপাশি দেশ গঠনের জন্য দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সমাজের জন্য কাজ করার মানসিকতা তৈরি করার গুরুত্ব আরোপ করতে হবে। সাথে সাথে শিক্ষার্থীদেরকে মোবাইল ছেড়ে পড়ালেখায় মনোনিবেশ হওয়ার আহবান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ^াস, কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, উপজেলা আ’লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খাঁন চৌধুরী মজনু, কেন্দ্রীয় আ’লীগের উপ-কমিটির সহ:সম্পাদক সরদার আমজাদ হোসেন, কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ আলী গাজী, সাবেক চেয়ারম্যান আসলামুল হক আসলাম, ইউপি সদস্য ফরিদুজ্জামান খাঁন, সাবেক ছাত্র নেতা ইব্রাহীম হোসেন ও স্কুলের ১০ম শ্রেণীর ছাত্রী ঈশরাত জাহান। এ ছাড়া অনুষ্ঠানে স্কুলের শিক্ষক মন্ডলী, স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও নানা শ্রেণী পেশার ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।