কুশোডাঙ্গা কলারোয়া প্রতিনিধি \ কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের কলাটুপি বাজার থেকে গতকাল দিনদুপুরে একটি বাইসাইকেল চুরি হয়েছে। সাইকেল মালিক কুশোডাঙ্গা ইউনিয়নের পিছলাপোল গ্রামের মোঃ ফারুক হোসেন। জানা যায়, মোঃ ফারুক হোসেন শুক্রবার বেলা ১১টার সময় কলাটুপি মিন্টুর দোকানের সামনে বাই সাইকেল রেখে তার মাছের ঘেরে জান। ঘের থেকে এসে দেখেন তার সাইকেলটি সেখানে নাই। অনেক খোজাখুজি করে না পেয়ে হতাশা প্রকাশ করেন দিন দুপুরে কলাটুপি বাজার থেকে বাই সাইকেল চুরির ঘটনায় এলাকায় তোলপাড় চলছে।