বিশেষ প্রতিনিধি \ আশাশুনিতে রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক যুবককে উদ্ধার করেছে থানা পুলিশ। উদ্ধারকৃত যুবককে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুরে আশাশুনি থানার এএসআই মোজাফফার হোসেন তাকে উদ্ধার করেন। এমসআই মোজাফফর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে শ্রীউলা ইউনিয়নের নাকতাড়া কালিবাড়ীতে ওয়ারেন্টের আসামী গ্রেফতার সহ মাদকদ্রব্য উদ্ধারে যান। ফিরে আসার পথে নাকতাড়া গ্রামে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় যুবককে দেখতে পান। এসময় সেখানে কয়েকজন মহিলা দাড়িয়ে ছিল। তারা পুলিশকে জানায় অনেকক্ষন ধরে এই ছেলেটি এখানে পড়ে আছে। তার গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। সে কোনো রকম কথা বলতে পারছিলনা। পুলিশ তাকে উদ্ধার করে গ্রাম পুলিশের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কেমপ্লেক্সে ভর্তি করিয়েছেন। এব্যাপারে আশাশুনি থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম (পিপিএম) এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা অজ্ঞাত এই যুবককে এএসআই মোজাফফার হোসেন উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। সম্ভবত কোন শত্র“ পক্ষ তাকে মারপিট করে মারা গেছে ভেবে ফেলে রেখে যায়। তার পরিচয় খুঁজে বের করা সহ ঘটনা অনুসন্ধান করছে পুলিশ।