বিলাল হুসাইন নগরঘাটা থেকে ঃ পেশায় একজন ফল ব্যবসায়ী । ফলের নেশায় থাকেন মক্ত। ফলের ব্যবসা করার সুযোগ জেলার বিভিন্ন এলাকা ঘুরে বানিজ্যিক ভাবে শুরু করেছেন মাল্টা চাষ। সাতক্ষীরা সদরের কদমতলা এলাকার মৃত আনসার আলীর ছেলে মোঃ আইয়ুব আলি। দুই বছর আগে তালা উপজেলার নগরঘাটা ও ধানদিয়া ইউনিয়নে ৪টি ক্ষেতে মোট ১৪ বিঘা জমিতে ২৫’শ বারী-১ জাতের মাল্টা চাষ করেন। ইতিমধ্যে কিছু সংখ্যক গাছে ফল ধরা শুরু করেছে। এ বিষয়ে আইয়ুব আলির কাছে জানতে চাইলে তিনি দৈনিক দৃষ্টিপাতকে জানান, মাল্টা চাষ অনেকটাই সুবিধাজনক ও ঝুঁকিমুক্ত। অন্যান্য ফল ঝড়বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হলেও মাল্টার তেমন কোন ক্ষতি হয় না। তাই ব্যবসায়ীক ভাবে চাষ শুরু করেছে তিনি। ফল পাওয়া পর্যন্ত প্রতিটি গাছে ২৫’শ টাকার মত খরচ হবে। তিনি জানান চুয়াডাঙ্গা থেকে ৫০ টাকা পিচ প্রতি চারা ক্রয় করে চাষ শুরু করে। আশা করছিল আগামি বছর ফলন ভাল হবে। এ ব্যাপারে তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুনের সঙ্গে কথা হলে তিনি জানান তালা উপজেলায় মোট ৪৫ হেক্টর জমিতে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মাল্টা চাষাবাদ করা হয়েছে।