এফএনএস স্পোর্টস: টাউনসভিলেতে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় গত মাসে মারা গেছেন অ্যান্ড্রু সাইমন্ডস। সাবেক এই ক্রিকেটারের মৃত্যুর পর সেই টাউনসভিলেতেই প্রথম ওয়ানডে খেলতে নেমেছিল অস্ট্রেলিয়া। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটিতে ক্রিকেট অস্ট্রেলিয়া ও সাইমন্ডসের পরিবার শ্রদ্ধা-ভালোবাসায় স্মরণ করেছে দুইবারের বিশ্বকাপ জয়ীকে। সাইমন্ডসকে নিয়ে সাজানো ম্যাচটি স্মরণীয় করে রেখেছে অস্ট্রেলিয়া। জিম্বাবুয়েকে সহজেই হারিয়ে দিয়েছে স্বাগতিকরা। গতকাল রোববার টাউনসভিলের প্রথম ওয়ানডে ৫ উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া। ক্যামেরন গ্রিনের তোপে ৪৭.৩ ওভারে ২০০ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। সেই লক্ষ্য ডেভিড ওয়ার্নারের হাফসেঞ্চুরিতে ৩৩.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে টপকে গেছে অস্ট্রেলিয়া। ম্যাচটিতে সাইমন্ডসকে স্মরণে নানা আয়োজন রেখেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। স্বাগতিকরা যখন মাঠে জাতীয় সংগীতের জন্য দাঁড়ায়, তখন অ্যারন ফিঞ্চদের সঙ্গে ছিল সাইমন্ডসের দুই সন্তান। এমনকি দ্বাদশ খেলোয়াড়ের ভ‚মিকাতেও ছিল সাবেক ক্রিকেটারের সন্তানেরা। অস্ট্রেলিয়ার ফিল্ডিংয়ের সময় পানি নিয়ে মাঠে গিয়েছে তারা। এ ছাড়া ম্যাচ শুরুর আগে সাইমন্ডসের ব্যাট, ব্যাগি গ্রিন, ছিপ, হ্যাট রাখা হয় মাঠের মাঝে। মাত্র ৪৬ বছর বয়সে ওপারের বাসিন্দা হওয়া এই অলরাউন্ডারকে স্মরণ করা ম্যাচে সহজ জয় পেয়েছে অস্ট্রেলিয়া। বোলিংয়েই আসলে জয় দেখে ফেলে তারা। জিম্বাবুয়ে দারুণ শুরু পেলেও ১৫ রান তুললে শেষ ৬ উইকেট হারিয়ে ফেলায় স্কোর বাড়াতে পারেনি। সর্বোচ্চ ৭২ রান করেছেন ওয়েসলি মাধেভেরে। ৯১ বলের ইনিংসটি তিনি সাজান ৪ বাউন্ডারিতে। এ ছাড়া ৪৫ রানের ইনিংস খেলেন তাদিওয়ানাশে মারুমানি। অধিনায়ক রেগিস চাকাভা করেন ৩৩ রান। অস্ট্রেলিয়ার সবচেয়ে সফল বোলার গ্রিন। ওয়ানডে ক্রিকেটে প্রথমবার ৫ উইকেটের দেখা পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার জেতা এই পেসার। ৯ ওভারে ৩৩ রান দিয়ে তার শিকার ৫ উইকেট। এ ছাড়া ৩ উইকেট নেন অ্যাডাম জাম্পা। ২০১ রানের লক্ষ্যে খেলতে নেমে ওয়ার্নারের হাফসেঞ্চুরি ও স্টিভেন স্মিথের দৃঢ়তায় জয় পেতে মোটেও বেগ পেতে হয়নি অস্ট্রেলিয়ার। ওয়ার্নার ৬৬ বলে ৭ বাউন্ডারি ও ১ ছক্কায় খেলে যান ৫৭ রানের ইনিংস। স্মিথ অপরাজিত থাকেন ৪৮ রানে। তার ৮০ বলের ইনিংসে ছিল ৬ বাউন্ডারির মার। সাবেক অধিনায়কের সঙ্গে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ৩২ রানে অপরাজিত থাকা গ্লেন ম্যাক্সওয়েল। জিম্বাবুয়ের রায়ান বার্ল ৭ ওভারে ৬০ রান খরচায় নেন ৩ উইকেট।