কালিগঞ্জ প্রতিনিধি ঃ অবশেষে কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের নবনির্বাচিত ইউপি সদস্য অমর কুমার সরকারের শপথ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা কক্ষে নির্বাচন কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম তাকে শপথ বাক্য পাঠ করান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা অনুজ গাইন, নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হোসনেআরা খানম প্রমুখ। উলেখ্য গত বছরের ২৮ নভেম্বর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে চাম্পাফুল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে অমর কুমার সরকার বিজয়ী হন। পরবর্তীতে ভোট পুনর্গণনার দাবিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কাত্তিক চন্দ্র সরকার আদালতে মামলা করে। সকল বিতরকের অবসান ঘটিয়ে অমর কুমার সরকারের শপথ পড়ানো হয়েছে।