এফএনএস বিদেশ: নিলামে বিক্রি হয়েছে প্রিন্সেস ডায়ানার ব্যবহৃত ফোর্ড এসকর্ট আরএস মডেলের একটি গাড়ি। গাড়িটি বিক্রি হয়েছে ৬ লাখ ৫০ হাজার ব্রিটিশ পাউন্ডে। বাংলাদেশি টাকায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় ৭ কোটি ৩০ লাখ টাকা। ডায়ানা ১৯৮৫ সালের আগস্ট থেকে প্রায় ৩ বছর এ গাড়িটি ব্যবহার করেছিলেন। চেলসি এবং কেনসিংটনের বুটিক শপের কাছে এ গাড়ির সঙ্গে তার কিছু ছবি আছে বলে জানায় বিবিসি। সিলভারস্টোন অকশন গাড়িটি যুক্তরাজ্যের চেশায়ারের বিক্রেতার কাছে বিক্রি করেছে। নিলাম আহŸানকারী জোনাথন হাম্বার্ট বলেন, এই গাড়ির প্রতি মানুষের ব্যাপক আগ্রহ ছিল। এটির জন্য গত ১২ বছরের মধ্যে সবথেকে বেশি টেলিফোন কল পেয়েছি। তিনি জানান, ১ লাখ পাউন্ড থেকে ডাক শুরু হয়। এরপর দ্রুত দুবাই এবং কভেন্ট্রির প্রতিযোগীদের মধ্যে প্রতিদ্ব›িদ্বতা হয়। শেষে চেশায়ারের ক্রেতা নিলাম জেতেন। এর আগে গত বছরের জুনে ডায়ানার আরেকটি ফোর্ড এসকর্ট গাড়ি ৫২ হাজার পাউন্ডে বিক্রি হয়। ১৯৯৭ সালের ৩১ আগস্ট ফ্রান্সের রাজধানী প্যারিসে একটি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস অব ওয়েলস ডায়ানা। ছবি তোলার জন্য মোটরসাইকেলে করে পিছু নেওয়া পাপারাজ্জিদের হাত থেকে বাঁচার জন্যই গাড়িটি প্রচন্ড বেগে চলতে শুরু করে। তখন কংক্রিট পিলারের সঙ্গে গাড়িটির সংঘর্ষ হয়। পরের দিন ভোর চারটার দিকে হাসপাতালে ডায়ানাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।