আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলার শোভনালীতে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। গতকাল সকালে শোভনালী এফডব্লিউসিতে এ ক্যাম্প পরিচালনা করা হয়। স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবার প্রত্যয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এ মাসিক ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মিজানুল হক ক্যাম্প পরিচালনা করেন। এসময় ৩০২জন রুগীকে চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি ৪৬জন রুগীর ভায়া টেষ্ট করা হয়।