রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৬:২৬ পূর্বাহ্ন

শ্যামনগরে শিক্ষার্থীকে মারায় প্রধান শিক্ষককে মারপিট \ থানায় অভিযোগ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৯ আগস্ট, ২০২২

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ৭৪ নং গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মারায় প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ। প্রধান শিক্ষক আবুল কাশেম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন। এই বিষয়ে প্রধান শিক্ষক আবুল কাশেম শ্যামনগর থানায় একটি অভিযোগ দায়ের করেছে। ঘটনাটি ঘটেছে ২৫ আগষ্ট বৃহস্পতিবার উপজেলার কাশিমাড়ী গোবিন্দপুর আলহাজ্ব মুজিবর রহমানের বাড়ির সামনে। অভিযোগে তিনি বলেন ২৪ আগস্ট পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয় ক্লাস নেয়ার সময় আমি দাঁড়িয়ে হোয়াইট বোর্ডে লেখালেখি করছিলাম, সে সময় শিক্ষার্থীরা আমার বসার চেয়ার সুপার গুলু আটা লাগিয়ে দেয় এবং আমাকে বসতে বলে। কিছুক্ষণ পরে আবার উঠতে বলেন, আমি ওটার সাথে সাথে চিয়ারে আমার পাছায় প্যান্টের সাথে আটকে যায়। শিক্ষার্থীরা হাততালি দিতে থাকলে ক্লাসে ছাত্রছাত্রীরা সকলেই আমার অত্যন্ত স্নেহের তারা যাতে আগামীতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকে সেই লক্ষ্যে আমি শিক্ষাগুরু হিসেবে কজন শিক্ষার্থীকে মারি। যথারীতি ক্লাস শেষ করে আমি বাড়ি চলে যায়। পরদিন ২৫ আগস্ট বৃহস্পতিবার ২ টা ৩০ মিনিটে উপজেলা শিক্ষা অফিস থেকে অফিসিয়াল কাজ শেষে ফিরে আসার সময় গোবিন্দপুর মুজিবর হাজির বাড়ির সামনে এসে পৌঁছালে পূর্ব থেকে উতৎ পেতে থাকা শিক্ষার্থীর বাবা আলমগীর হোসেন, সাইফুল ইসলাম, মজিবর রহমান, সেকেন্দার আলী সহ ৪-৫ জন বেধড়ক মারপিট করে। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে আমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এই বিষয় থানা অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনা সত্যতা নিশ্চিত করে দৈনিক দৃষ্টিপাতকে জানান, প্রধান শিক্ষকের মারধরের ঘটনায় প্রধান শিক্ষক কতৃক থানায় একটি অভিযোগ হয়েছে এবং শিক্ষার্থীর অভিভাবকের পক্ষে একটি অভিযোগ হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ অনন্য কর্মকর্তারা বিষয়টি দেখছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com