স্টাফ রিপোর্টার ঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি বেদখল জমি উদ্ধারে কোন ধরনের পদক্ষেপ গ্রহন না করা এবং উর্ধতন কর্তৃপক্ষকে কোন রুপ অবহিত না করার দায়িত্বহীনতা অভিযোগে কালিগঞ্জ ২৯ নং গান্ধুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) আজমল হোসেনের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করেছেন সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা দপ্তর। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন স্বাক্ষরিত বিভাগীয় মামলা এবং অভিযোগ আরও বলা হয়েছে প্রধান শিক্ষক মোঃ আজমল হোসেন (চলতি দায়িত্ব) তিনি সরকারি বরাদ্ধ স্লিপের ৫০,০০০ হাজার টাকা, রুটিন মেইনটেন্যান্স বাবদ ৪০০০০ হাজার টাকা, ও প্রাক: প্রাথমিকের বরাদ্ধ ১০০০০ হাজার টাকা যথাযথ ভাবে ব্যয় করেনি। তার বিদ্যালয়ের শ্রেনিকক্ষ সমুহ ও বিদ্যালয় প্রাঙ্গন অপরিচ্ছন্ন, যেখানে সেখানে আগাছা জন্মেছে, বিদ্যালয়ের সম্মুখে মরাগাছ পড়ে আছে এবং অবৈধভাবে দোকানঘর স্থাপন করা হয়েছে। তার বিদ্যালয়ে নিয়মিত দৈনিক সমাবেশ হয় না, সরকারি নির্দেশ সত্তে¡ও জাতীয় দিবস সমূহ পালন হয় না, ভাঙ্গা চেয়ার,টেবিল, বেঞ্চ শ্রেনিকক্ষ স্তুপ করে নোংরা পরিবেশ সৃষ্টি করেছেন। তিনি যথাযথ ভাবে শ্রেনি পাঠদান করেন না এবং শিশুদের সাথে খারাপ আচারন করেন। তার উপরোক্ত কার্যকলাপ সরকারি কর্মচারী শৃংখলা ও আপিল বিধিমালা ২০১৮ এর ৩ (খ) ও (ঘ) উপবিধি অনুযায়ী অসদাচরনের ও দুর্নীতি পরায়নের আওতামুক্ত অপরাধ বিধায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।