এস এম জাকির হোসেন শ্যামনগর থেকেঃ সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে শ্যামনগর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সাথে দিন ব্যাপি মতবিনিময় করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। গতকাল ২৮ আগষ্ট রবিবার সকাল ১০টা থেকে উপজেলার আটুলিয়া, পদ্মাপুকুর, বুড়িগোলিনী, গাবুরা, রমজাননগর ও কৈখালী ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সাথে আগামী ১৭ অক্টোবর ২০২২ জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে স্ব স্ব ইউনিয়ন পরিষদ কার্যালয়ে স্ব স্ব ইউপি চেয়ারম্যান এর সভাপতিত্বে ও শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে মতবিনিময় করেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও জেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। এসময় তিনি বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতী মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনা জেলা পরিষদ চেয়ারম্যান পদে আমাকে মনোনয়ন দিলে নির্বাচন করব এবং আপনারা যদি আমাকে পুনরায় ভোটের মাধ্যমে নির্বাচিত করেন তাহলে আপনাদের দুর্যোগ কবলিত উপকূলীয় অঞ্চল সহ সমগ্র এলাকায় সরকার ঘোষিত আমার গ্রাম আমার শহর ও সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন করা হবে। তিনি আসন্ন জেলা পরিষদ নির্বাচনে পুনরায় জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হতে সকলের ভোট প্রার্থনা করেন ও দোয়া কামনা করেন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, জেলা আ’লীগের কার্যকরী সদস্য ফিংড়ী সাবেক ইউপি চেয়ারম্যান শামসুর রহমান, সাবেক জেলা পরিষদ সদস্য আল ফেরদৌস আলফা, সদর উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শফিউদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম রেজা, উপজেলা আ’লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিএম সালাহউদ্দীন আহমেদ, ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দ। এসময় জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম এর সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন মশিউর রহমান ঈদুল, আসাদুজ্জামান আসাদ (কলারোয়া), আসাদুজ্জামান আসাদ (সাতক্ষীরা), আবির হোসেন অভি সহ নেতৃবৃন্দ।