মথুরেশপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ আসন্ন সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কালিগঞ্জে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সাথে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার মথুরেশপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান বীর মু্ক্িতযোদ্ধা মোঃ আব্দুল হাকিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে সর্বত্র কাজ করে যাচ্ছেন। বিগত দিনে সরকারের থেকে যেটুকু অর্থ বরাদ্দ পেয়েছি তা দিয়ে এলাকার উন্নয়ন করার চেষ্টা করেছি। আসন্ন জেলা পরিষদ নির্বাচনে পুনরায় চেয়ারম্যান পদে অংশগ্রহণ করতে আপনাদের সমর্থন প্রয়োজন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের নির্বাহী কমিটির সদস্য এস.এম শওকত হোসেন, সদর উপজেলা আ’লীগের সভাপতি আব্দুর রশিদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ তানভীর হুসাইন সুজন, সাবেক জেলা পরিষদ সদস্য আল ফেরদৌস আলফা, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রাণী ঘোষ, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক গাজী আব্দুস সবুর, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, আ’লীগ নেতা ফিরোজ কবির কাজল সহ আ’লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং ইউপি সদস্যবৃন্দ। এর আগে তিনি ইউনিয়ন পরিষদ চত্তত্বে নবনির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলী নিবেদন ও মাঠে নারিকেল গাছের চারা রোপণ করেন।