ফিংড়ী প্রতিনিধি ঃ সদরের কয়েকটি রাস্তার দু’ধারে মরা ঝুঁকিপূর্ণ কিছু গাছে জীবন নাশের আশঙ্কা কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা। সাতক্ষীরা সদর উপজেলা সাতক্ষীরা টু আশাশুনি দু’ধারে সহ ফিংড়ীর বেশের ভাগ সড়কের দু’ধারে ধুলিহর কাঠগোলা সংলগ্ন, রাইচ মিলের সামনে দু’ধারে কয়েকটি সরকারি শিরিশ গাছ গত কয়েক মাস আগে চড়কাপড়ে এবং কিছুগাছ ভাইরাজ জনিত কারণে মারা গেছে। এই গাছগুলো বর্তমানে এখন ঝুঁকি পুন্ন। হটাৎ ঝড় বৃষ্টির সময় যে কোন মুহূর্তে ভেঙ্গে যেয়ে মানুষের বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা ঘটতে পারে। এ ঝুঁকি পুন্ন গাছগুলো শিগ্রয় কাটার প্রয়োজন। এতে সরকার মোটা অংকের রাজস্ব পাবে, আর জনগন বিপদ হাত থেকে রক্ষা পাবে। হঠাৎ ঝড় হলে, কিম্বা বাতাস হলে মরা গাছের ডাল ভেঙ্গে রাস্থার উপর পড়ে। এভাবে গাছের ডাল রাস্থার উপর পড়তে থাকলে যেকোনো সময় বড় ধরণের ক্ষতির আশঙ্কা ঘটতে পারে। খুবই দ্রুত রাস্থার দু’পাশের গাছ গুলো না কাঠলে বড় ধরনের বিপদের গন্ধ আশঙ্কা। যাতে মেইন রোডের দু’ পাশের মরা গাছ গুলো কাটা হয় সে জন্য কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছে সচেতন সমাজ।